價格:免費
更新日期:2019-06-10
檔案大小:1.6M
目前版本:1.1.4
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:mailto:rkblab21@gmail.com
"আমার কিবোর্ড" একটি ইউনিকোড ভিত্তিক কিবোর্ড অ্যাপ্লিকেশন। এর লেআউট এর সাথে ইংরেজী লেআউট এর মিল থাকায় লেআউট মনে রাখার ঝামেলা কম । ফলে ব্যবহারকারীগণ সহজেই টাইপ করতে পারবেন। পাশাপাশি এই কিবোর্ডে বিভিন্ন গাণিতিক চিহ্ন যুক্ত আছে। যার সাহায্যে ব্যবহারকারীগণ সহজেই কোন সমীকরণ বা গাণিতিক সম্পর্ক/উক্তি লিখতে পারবেন।
সহায়িকা:
---------------------
১। অ্যাপটি ইন্সটলের পর ব্যবহারের জন্য apps এর Activate Amar Keyboard বোতামটি চাপুন। এরপর Step 1 এ আমার কিবোর্ড টি কিবোর্ড লিস্টে Add করুন। এরপর বেরিয়ে এসে Step 2 থেকে "আমার কিবোর্ড" সিলেক্ট করুন। অথবা মোবাইলের settings>language and input>default keyboard এ কিবোর্ডটি যোগ করে নিন এবং default keyboard হিসাবে নির্বাচন করে নিন।
২। একচাপে পরপর অনেকগুলো স্পেস বা এন্টার দিতে চাইলে প্রথমে symbol কী চাপুন এরপর স্পেস বা এন্টার চেপে ধরে রাখুন যতক্ষণ খুশি। বাংলা (কখগ) এবং ইংরেজি(abc) লেআউটে একটি চাপের জন্য কেবল একটিই স্পেস বা এন্টার আসবে।
৩। শিফট লকড ব্যতীত অন্যান্য অবস্থায় যেকোন ব্যঞ্জনবর্ণের পর আপনাআপনি া, ে, ি, ্ ইত্যাদি আসবে। পাশাপাশি ব্যবহারকারীগণ নিজের প্রয়োজনমত উপরে ডান কোণায় 'কার' বোতাম টি চেপে চিহ্নগুলো আনতে পারবেন।
৪। যুক্তবর্ণ লেখার জন্য দুটি বর্ণের মাঝে "্" দিতে হবে। উদাহরন:
# ক + ্ + ত = ক্ত ,
# জ্ঞান = জ + ্ + ঞ + া + ন
# অঞ্জন = অ + ঞ + ্ + জ + ন
৫। ভাষা পরিবর্তনের জন্য গ্লোব চিহ্নিত ভাষা পরিবর্তনকারী বোতাম চাপতে হবে।
৬। শিফট বোতাম দ্রুত দুইবার চাপলে শিফটলক বা ক্যাপস লক হবে। অন্যথায় একটি অক্ষর লেখার পর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।